কাজী নজরুল ইসলামের নাতি এবং আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছোট ছেলে বাবুল কাজী আর নেই। তিনি গত রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডা. শাওন বিন রহমান, হাসপাতালের আবাসিক চিকিৎসক, জানান, বাবুল কাজী শনিবার রাত থেকে লাইফ সাপোর্টে ছিলেন, কিন্তু তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে চিকিৎসকরা দুপুর সাড়ে ৫টায় তার ভেন্টিলেশন খুলে মৃত্যুর ঘোষণা দেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
রবিবার ভোরে বনানীর নিজ বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন বাবুল কাজী। তাকে আশঙ্কাজনক অবস্থায় সকাল পৌনে ৭টায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালিতেও গুরুতর আঘাত ছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
বাবুল কাজী তিন সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন। তার বড় দুই বোন হলেন খিলখিল কাজী এবং মিষ্টি কাজী। তারা সবাই বাংলাদেশের নাগরিক।
Leave a comment