রাজধানীর গুলিস্তানে বাবার চোখের সামনেই ট্রাকচাপায় প্রাণহানি ঘটেছে প্রান্ত পাল (১৬) নামে এক কিশোরের।
মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে শনিবার রাত ১০টার দিকে পল্টন থানাধীন বঙ্গভবন মোড়ে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রান্তর বাবা উজ্জ্বল পাল জানান, নিউ মার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন তিনি। ছেলেও তাকে মাঝে মাঝে সাহায্য করত। রাতে দুজনেই বাইসাইকেলে করে শ্যামপুরের ভাড়া বাসায় ফিরছিলেন।
তিনি বলেন, “ছেলে আমার একটু আগে ছিল। গুলিস্তানের বঙ্গভবনের মোড়ে পৌঁছাতেই পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। হাসপাতালে নেওয়ার পর আর বাঁচল না।” তিনি জানান, তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামে। তারা ঢাকায় শ্যামপুর এলাকায় ভাড়া থাকতেন । প্রান্ত ছিল তাদের একমাত্র সন্তান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, “নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
Leave a comment