বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ভোররাতে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঠাকুর ভোরে সাইকেলে করে ইটভাটার উদ্দেশে যাত্রা করছিলেন। ঠিক তখনই গোপালগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিজের লেন ছেড়ে বিপরীত লেনে চলে যায় এবং ঠাকুরকে চাপা দেয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত গতিতে খুলনার দিকে পালিয়ে যায়।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন,“ঘাতক গাড়ির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a comment