বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে আলোচনা করেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ থেকে এই তিনটি ফল আমদানি করার বিষয়ে আগে থেকেই চীন সরকারকে অনুরোধ জানানো হয়েছিল। এবার চীন সরকার এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এর মাধ্যমে চীনে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারা চীনে রপ্তানির সম্ভাবনা ব্যাপক। বিশেষ করে কাঁঠাল ও আমের চাহিদা চীনা বাজারে ক্রমশ বাড়ছে। তবে, আম রপ্তানির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে। এ বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফও) বাংলাদেশকে চার মিলিয়ন মার্কিন ডলার কারিগরি সহায়তা দিচ্ছে।’
তিনি আরও জানান, আগামী ২৬ মার্চ থেকে চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া, কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য নির্ধারিত করা হয়েছে বলে জানান প্রেস সচিব। তবে, বাংলাদেশে চীনের হাসপাতাল চেইন স্থাপনের বিষয়ে প্রধান উপদেষ্টা আগ্রহী। চীনের উন্নত চিকিৎসাসেবা যেন বাংলাদেশের নাগরিকদের কাছে সহজলভ্য হয়, সে লক্ষ্যে তিনি চীনের বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করবেন।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
Leave a comment