Home Uncategorized বাংলাদেশে ৯ এপ্রিল স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার
Uncategorized

বাংলাদেশে ৯ এপ্রিল স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার

Share
Share

আগামী ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট–২০২৫’-এ ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার করা হবে।
আজ রোববার রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
৭-১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৫০টি দেশ থেকে ৫৫০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী ও প্রতিনিধি অংশ নেবেন।
সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশি–বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকারি কর্মকর্তারাও এই আয়োজনে অংশ নেবেন।
বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে পাঁচটি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে—
১. নবায়নযোগ্য জ্বালানি
২. ডিজিটাল ইকোনমি
৩. তৈরি পোশাক ও বস্ত্র
৪. কৃষি প্রক্রিয়াজাতকরণ
৫. হেলথকেয়ার
ইতোমধ্যে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান ও ভারতসহ ৫০টি দেশ থেকে প্রায় ৫৫০ জন প্রতিনিধি নিবন্ধন করেছেন। দেশি অতিথি নিবন্ধন করেছেন প্রায় ২,০০০ জন।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, ৯ এপ্রিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এই পরিষেবা ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচারও করা হবে।
গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিনিয়োগ প্রবাহ কিছুটা কমেছে বলে সাংবাদিকরা জানতে চাইলে আশিক চৌধুরী বলেন, বিনিয়োগ প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে। আগামী প্রান্তিকে ২-৩ শতাংশ বিনিয়োগ প্রবৃদ্ধি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ধ্বংসের মহামারি: আরব বিশ্ব কেন নীরব?

গাজায় এখন কেবল আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপ আর আর্তনাদের প্রতিধ্বনি। প্রতিদিন হাজার হাজার বোমার আঘাতে বিধ্বস্ত হচ্ছে শহর, ঝরছে নিরীহ প্রাণ। শিশুদের খেলার...

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যা, পালানোর সময় ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় এক মর্মান্তিক পারিবারিক সংঘর্ষের ঘটনায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন, আর পালানোর সময় মাঠে পড়ে গিয়ে মারা গেছেন সেই ছেলে। রবিবার...

Related Articles

‘চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন’— সিয়াম

ঢাকাই সিনেমার জন্য মন্দা সময় যাচ্ছে দীর্ঘ বছর ধরেই । সিনেমা হলগুলো...

ইউনূস-জিনপিং বৈঠক ২৮ মার্চ, আলোচনায় থাকতে পারে যেসব বিষয়

বিশ্লেষকরা প্রধান উপদেষ্টার চীন সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ।  বিশেষত,...

তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার : সাকিব আল হাসান

ক্রিকেটের মাঠে দীর্ঘদিন বন্ধুত্বের বন্ধন বজায় রেখে এগিয়ে চলা। সাকিব আল হাসান...

সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রবিবার সেনামালঞ্চে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে ঘোষণা করেছেন যে, বাংলাদেশ...