সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতনে বাংলাদেশের ‘জেন-জি বিপ্লব’-এর প্রভাব স্বীকার করেছেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো। একই সঙ্গে, তিনি মার্কিন কংগ্রেসে একটি কংগ্রেসনাল ঘোষণা গ্রহণের জন্য জুলাই-আগস্ট বিপ্লবের ছাত্র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে ওয়াশিংটন ডিসির কংগ্রেসনাল অফিসে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বাংলাদেশি-আমেরিকানরা উপস্থিত ছিলেন এবং তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সোটোর প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় ড্যারেন সোটো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির হালনাগাদ তথ্য সরবরাহের জন্য মার্কিন-বাংলাদেশি জাহিদ এফ সরদার সাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবেন।
এর আগে, ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে নিজের এক্স হ্যান্ডলে ড্যারেন সোটো বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও জনগণের ইচ্ছাকে সম্মান করা। সেই সঙ্গে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “জনগণকে ভোট দিতে দিন।”
ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ড্যারেন সোটো দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন। বিগত জাতীয় নির্বাচনকে তিনি স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করার আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তাও দিয়েছিলেন।
Leave a comment