যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। নয়াদিল্লিতে এক সম্মেলনে যোগ দিতে গিয়ে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, হত্যা ও নিপীড়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ রয়েছে। এ বিষয়ে মার্কিন প্রশাসন নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তুলসী গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ‘ইসলামপন্থী সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বাংলাদেশেও ইসলামি চরমপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। উভয় দেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা চলছে।
বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসবাদ প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অংশীদারত্ব জোরদারের কথাও উল্লেখ করেন তুলসী গ্যাবার্ড। তিনি বলেন, ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে একমত এবং তারা যৌথভাবে কাজ করতে চান।
যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
Leave a comment