থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজের এক যাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানটি অবতরণের পর কর্তব্যরত চিকিৎসক যাত্রীকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা ৩৯ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক-ঢাকা ফ্লাইট THA339-এ এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। উড়োজাহাজটির ক্যাপ্টেন নিকটতম বিমানবন্দর হিসেবে চট্টগ্রামে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। রাত ১টা ৪০ মিনিটে বিমানটি নিরাপদে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরের চিকিৎসক উড়োজাহাজে প্রবেশ করে যাত্রীকে পরীক্ষা করে প্রাথমিকভাবে মৃত বলে ঘোষণা করেন।
বিমানবন্দরের কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, চিকিৎসকদের ধারণা অনুযায়ী, ওই যাত্রী বিমান অবতরণের আগেই মারা গিয়েছিলেন। তবে নিশ্চিত করতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে জানিয়েছে। পরে বিমানটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেয়।
Leave a comment