বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সাইফুল ইসলাম ও শেফালী বেগম নামে আরো দুজনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ জুলাই) সকালে মৃত্যু হয় সাইফুল ইসলামের। তিনি পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইউনুস মোল্লার ছেলে।
অন্যজন বরগুনার বেতাগী উপজেলার শেফালী বেগম, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরো ভর্তি রয়েছেন ১৭ জন। এর মধ্যে আমতলীতে ১, বেতাগী ১, বামনা ৩, তালতলী ১ ও পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১ জন।
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তবে যারা রেফার্ড নিচ্ছেন বা বেসরকারি ক্লিনিকে টেস্ট করাচ্ছেন তাদের রিপোর্টগুলো যদি যোগ হতো তাহলে আক্রান্তের সংখ্যা আরো বাড়তো।
এ সময় স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি তিনি জেলাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
Leave a comment