বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের শাহ আমানত সেতুর সংযোগ সড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা মো. মাছুম (৪৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় তুলাতুলি এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মাছুম ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাছুমসহ চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে জয়পুরহাটে ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তাঁরা শাহ আমানত সেতুর সংযোগ সড়কের তুলাতুলি এলাকায় পৌঁছালে একটি লবণবোঝাই ট্রাক মাছুমের মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মাছুম ছিটকে পড়ে যান সড়কের মাঝখানে। তাঁর বন্ধু ও মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে যায়। তখনই ট্রাকটি মাছুমের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মাছুমের পেছনে বসা সঙ্গী দুর্ঘটনা থেকে অক্ষত থাকলেও তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন, নিহত মাছুমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত সহযাত্রী বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে বাকি দুই বন্ধুকেও খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পর বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।
হঠাৎ এই দুর্ঘটনায় নিহত মাছুমের পরিবার ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। আনন্দভ্রমণের যাত্রা এভাবে শেষ হবে—তা কেউ কল্পনাও করেননি।
Leave a comment