Home জাতীয় বগুড়ার শেরপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নি’হত হয়েছে
জাতীয়

বগুড়ার শেরপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নি’হত হয়েছে

Share
Share

বগুড়ার শেরপুরে তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরো চারজন। নিহতদের মধ্যে বাবা ও তার তিন বছরের শিশুকন্যা রয়েছে।

 

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে বগুড়ার শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে।  ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর জামতলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের দিন সোমবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মহিপুর জামতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ওই মোটরসাইকেলের আরোহী শরিফুল ইসলাম (৩২) ও তার মেয়ে সেজদা খাতুন (৪) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাবা-মেয়েকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

এদিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে আরেকটি দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে একই ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামের অলোক সরকার (২০), জয়ন্ত সরকার (২০) ও শুভ সরকার (১৯) তিন বন্ধু বেড়াতে যাচ্ছিলেন সিরাজগঞ্জের যমুনা নদীতে। পথিমধ্যে ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আরোহী তিন বন্ধু। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন।

 

আর গুরুতর আহত  শুভ ও জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া উপজেলার মহিপুরের ফায়ার সার্ভিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে সামনে তৃতীয় ঘটনাটি ঘটে। একই দিন দুপুর সাড়ে ১২টায় এখানে বগুড়াগামী লেন থেকে একটি প্রাইভেট কার ঢাকাগামী লেনে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে  মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) গুরুতর আহত হন।

 

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এসব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে সহিংসতায় নিহত পাঁচ, অজ্ঞাত আসামি প্রায় ২২০০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে...

২০২৬ বিশ্বকাপে পেনাল্টির নিয়মে আসছে বড় পরিবর্তন

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে পেনাল্টির নিয়মে বড় পরিবর্তনের চিন্তা করছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা আইএফএবি। নতুন নিয়ম অনুযায়ী, পেনাল্টিতে নেওয়া শট গোলকিপার ফিরিয়ে...

Related Articles

উত্তরায় আহতদের হাসপাতালে নিতে মেট্রোরেলে রিজার্ভ বগি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ...

হাসিনার কোনো ক্ষমা নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কোনো দিন ক্ষমা...

মানিকগঞ্জে ইয়াবাসহ আটক বাবা-ছেলে

মানিকগঞ্জের দৌলতপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিন মাদক কারবারিকে...

ময়মনসিংহে প্রাইভেটকারের চাপায় নিহত মাদ্রাসার মুহতামিম

ময়মনসিংহের নান্দাইলে একটি প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন মাহমুদুল হাসান মামুন নামে এক...