বগুড়ার সারিয়াকান্দিতে বান্ধবীর বিয়ের দাওয়াতে এসে নদীতে ডুবে মৃত্যু হয়েছে ফাতেমা আক্তার আদুরী নামে এক তরুণীর। এ দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার পাইকপাড়া গ্রামের বাঙালি নদীতে ।
মৃত আদুরী বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া এলাকার মকবুল শেখের মেয়ে। তিনি ক্যাপ্টেন মাল্টিমিডিয়া পাবলিক স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অপেক্ষায় ছিলেন ফলের।
স্থানীয়রা জানান, সোমবার আদুরী তার বান্ধবী রত্নার বিয়েতে অংশ নিতে সারিয়াকান্দি উপজেলার দিঘলকান্দির তরফদার পাড়ায় আসেন। প্রচণ্ড গরমের কারণে মঙ্গলবার বিকেলে তিনি ও তার কয়েকজন বান্ধবীসহ পাইকপাড়া এলাকার বাঙালি নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যান আদুরী। এরপর তার বান্ধবীরা তাকে খোঁজার চেষ্টা করেন।
পরে স্থানীয়রাও খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে, ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে কল করা হয় রাজশাহীর ডুবুরি দলকে। তারা রাত সাড়ে ৮টার দিকে বাঙালি নদী থেকে উদ্ধার করে আদরীর মরদেহ।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই আমরা। পরে রাজশাহী ডুবুরি দল এসে উদ্ধার করে ওই তরুণীর মরদেহ।
 
                                                                         
                                                                         
                             
                                 
			             
			             
 
			         
 
			         
 
			         
 
			         
				             
				             
				            
Leave a comment