বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে নিহত হয়েছেন মো. বাবলা (৫০) নামের এক ব্যক্তি। উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. বাবলা রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ জমিতে ঘাস কাটছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দুপুর ১২টা ২০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে ।
শাজাহানপুর থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বজ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন।
Leave a comment