বগুড়ার ইসলামপুর হরিগাড়ী এলাকায় দুর্বৃত্তরা একই পরিবারের দুই নারীকে গলা কেটে হত্যা করেছে । এ মর্মান্তিক ঘটনা ঘটে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে।
নিহতরা হলেন- স্থানীয় মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। সম্পর্কে তারা দাদী শাশুড়ি ও নাতি বউ।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বুলবুলের মেয়ে এবং নিহত লাইলী বেওয়ার নাতনি বন্যা (১৬)। সদ্য এসএসসি পাস করেছেন তিনি।
স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক । আহত বন্যা বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন।
নিহতদের পরিবার জানায়, এলাকার যুবক সৈকত দীর্ঘদিন ধরে বন্যাকে উত্ত্যক্ত করছিলেন। তিনি মাদকাসক্ত এবং একাধিকবার বন্যাকে বিয়ের প্রস্তাব দেন। পরিবার তা প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে উঠে সৈকত।
বন্যার ফুপাতো ভাই খোকন বলেন, ঘটনার সময় বাড়িতে ছিলেন না কোনো পুরুষ সদস্য। সৈকতসহ আরও ৭-৮ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। তখন বন্যার ভাবি হাবিবা তাদের দেখে গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে, পরে বৃদ্ধা লাইলী বেওয়াকে গলায় ছুরিকাঘাত করা হয়। বন্যা ছুটে এলে তাকেও পেটে ছুরিকাঘাত করা হয়। এরপর পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা । আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে শুরু হয়েছে অভিযান।
Leave a comment