‘আসবে ঠিকি কাঁদবে তোমার প্রাণ, পাবে শুধু আগর বাতির ঘ্রাণ’ মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুকে এমন পোস্ট দিয়ে মো. আরিয়ান ইসলাম মুসা নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।
বরগুনার পাথরঘাটা থেকে চিকিৎসার জন্য বরিশালে যাওয়ার পথে রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মারা যান। এর আগে, সন্ধ্যার দিকে পাথরঘাটা কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাড়িতে বসে চালের গ্যাস ট্যাবলেট খায় মুসা। আরিয়ান ইসলাম মুসা একই এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। ইউনুস পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক।
আরিয়ানের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুকে লিখেন- ‘আসবে ঠিকি কাঁদবে তোমার প্রাণ, পাবে শুধু আগর বাতির ঘ্রাণ’ এ ছাড়াও লিখেন- ‘মৃত্যু প্লিজ ওয়েট’। এর কয়েক মিনিট আগে লিখেন- পুরুষকে সবচেয়ে বেশি মানসিক কষ্ট দিতে পারে তার শখের নারী।
আরিয়ানের বন্ধু রিমন বলেন, দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল আরিয়ান। পারিবারিকভাবে কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিল।
তিনি আরো বলেন, কিছুদিন আগে বিয়ে করেছে আরিয়ান। যতটুকু জানতে পেরেছি স্ত্রী ওর বাড়িতে আসছে না। হয়তো এসব মানসিক কষ্টে আত্মহত্যা করতে পারে। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
Leave a comment