২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, “গত ২৩ ফেব্রুয়ারি আরফান নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে রয়েছে। প্রশিক্ষণ শেষে তিনি একজন যোগ্য সীমান্তরক্ষী হয়ে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবেন।”
আরফান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনটারী গ্রামের বাসিন্দা। তার বাবা নুর ইসলাম দিনমজুর এবং মা জাহানারা বেগম গৃহিণী। পরিবারের অন্য দুই ভাই জাহান উদ্দিন এবং আক্কাস আলী বর্তমানে উচ্চশিক্ষা সম্পন্ন করছেন।
ছেলের চাকরিতে গর্বিত বাবা নুর ইসলাম বলেন, “খুব কষ্টে সংসার চলছিল। বিজিবি সবসময় খোঁজখবর নিয়েছে। ছেলেটা চাকরি পাওয়ায় আমি গর্বিত। ২০১১ সালে ফেলানীকে হারিয়েছি, আজও ভুলতে পারি না। মেয়ের মুখ মনে পড়লে এখনো কাঁদি।” মা জাহানারা বেগম বলেন, “ছেলেটা চাকরি পাওয়ায় সংসারের কষ্ট কিছুটা কমবে। তবে সবার বড় ছিল ফেলানী। তার বিয়ের প্রস্তুতি চলছিল। বিএসএফ তার প্রাণ কেড়ে নিয়েছে।”
২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। তার নিথর দেহ কাঁটাতারের বেড়ায় দীর্ঘ সাড়ে চার ঘণ্টা ঝুলে ছিল। সেই ছবি ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে নিন্দার ঝড় ওঠে।
আজ আরফানের নিয়োগ বিজিবি ও দেশপ্রেমের পথচলায় নতুন অধ্যায়ের সূচনা হিসেবে গণ্য হচ্ছে।

Leave a comment