রিয়াল মাদ্রিদ ক্লাব রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ। সম্প্রতি অনুষ্ঠিত লা লিগার ম্যাচে সোসিয়েদাদকে ২-১ গোলে হারানোর পরও ডিফেন্ডার ডিন হাউসেনকে সরাসরি লাল কার্ড দেখানো নিয়ে ক্লাবটি অসন্তুষ্ট।
ম্যাচের ৩২ মিনিটে হাউসেনের সঙ্গে বল দখলের লড়াইয়ে সোসিয়েদাদের অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল মাটিতে পড়ে যান। রেফারি হেসুস হিল মানজানো হাউসেনকে সরাসরি লাল কার্ড দেখান। রিয়াল কোচ জাবি আলোনসো তখন রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, ‘হেসুস, আমি খারাপভাবে ভাবতে চাই না, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন।’
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিতে আনুষ্ঠানিকভাবে জানায়, ক্লাব চলতি মৌসুমের প্রথম চার ম্যাচের পাশাপাশি গত মৌসুমে রেফারিং বিতর্কগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করছে। ওই নথি তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে জমা দেবে, যাতে স্প্যানিশ ফুটবলের রেফারিং পরিস্থিতি স্পষ্টভাবে তুলে ধরা যায়।
রিয়াল মাদ্রিদের এই পদক্ষেপে ফুটবল বিশ্বে রেফারিং নিয়ে আরও বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a comment