যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
সোমবার সকালে ফরিদপুর শহরসহ জেলা জুড়ে বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, পৌর প্রশাসক চৌধুরী রওশন ইসলামসহ সরকারি কর্মকর্তারা ফরিদপুর শহরের চাঁদমারিতে ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়েন।
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) এ. কে. আজাদসহ বিশিষ্ট জনরা শহরতলীর বদরপুরে তাবলীগি মারকাজ মসজিদের ময়দানে ঈদের নামাজ আদায় করেন। সেখানে তিনি সমবেত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও জেলা শহরের পুলিশ লাইন্স মাঠ, চকবাজার জামে মসজিদ, বাইতুল মোকাদ্দেম জামে মসজিদ, পানি উন্নয়ন বোর্ড মসজিদ চত্বর, জেলা কারাগার চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
Leave a comment