Home জাতীয় ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে একই পরিবারের তিনজন
জাতীয়দুর্ঘটনা

ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে একই পরিবারের তিনজন

Share
Share

রাজধানীর মতিঝিল ফকিরাপুলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফকিরাপুল গরম পানির গলির একটি বাড়ির ৪র্থ তলায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, কামরুন্নেসা রোজিনা (৪৫), তার ছেলে রিয়াজ হোসেন (২১) ও কামরুন্নেসার বোন কুলসুমা আক্তার (৩০)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাড়াটিয়া ইব্রাহিম খলিল বলেন, ওই বাড়ির চতুর্থ তলায় তিনজন ভাড়া থাকেন। তারা দুই বোনই তালাকপ্রাপ্তা।

বাসায় রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করতেন তারা। সকাল থেকে বাসায় দুটি চুলায় রান্না করছিলেন। এসময় সেখানে গ্যাস নিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। খবর পেয়ে তিনি বাসায় গিয়ে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

খলিল আরও জানান, বাসাটিতে আগে তিতাসের গ্যাস লাইন ছিল। তবে বছরখানেক আগে সেই লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এরপর থেকে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতেন তারা। তাদের ধারণা, সেই সিলিন্ডার থেকে লিকেজের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের অনার্সের ছাত্র রিয়াজ।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন ফকিরাপুল থেকে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে কুলসুমার শরীরের ১২ শতাংশ, রোজিনার ২শতাংশ, এবং রিয়াজের ১৫ শতাংশ হয়েছে। তাদের জরুরী বিভাগে চিকিৎসা চলছে।

এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে কর্মকর্তা রাফি আল ফারুক জানান, ফকিরাপুলের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদের পরিপেক্ষিতে ফায়ার সার্ভিস সেখানে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভে ফেলে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটের লোভাছড়ায় পাথর স্থানান্তর ও পরিবহন সম্পূর্ণ বন্ধের নির্দেশ

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি থেকে সব ধরনের পাথর স্থানান্তর ও পরিবহন বন্ধের নির্দেশ দিয়েছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। সম্প্রতি গণমাধ্যমে...

পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কে শান্তি ফেরাতে চীনের কূটনৈতিক তৎপরতা

হাতে হাত ধরে হাসিমুখে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা—কাবুলের বৈঠকে এমন দৃশ্যই নতুন আলোচনার জন্ম দিয়েছে। বুধবার আফগান রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠক ছিল...

Related Articles

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের করুণ মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক...

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

রাজধানীর রামপুরা থানার মেরাদিয়া এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক রড...

‘কবর জিয়ারত করতে দাদার বাসায় গিয়েছিলাম’ – তৌহিদ আফ্রিদি

জুলাই গণহত্যা মামলার আসামি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি।...

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর...