Home জাতীয় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ফ্রান্সে স্মারকলিপি ও সমাবেশ
জাতীয়

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ফ্রান্সে স্মারকলিপি ও সমাবেশ

Share
Share

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশি নাগরিক পরিষদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর প্যারিসে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে দূতাবাসের সামনে আয়োজিত সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে যোগ দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক সরকারগুলো কেবল আশ্বাস দিয়ে প্রবাসীদের অধিকার বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা প্রকাশ করে তাঁরা আশা করেন, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে এবার দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী প্রস্তুতি নিলেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাঁরা পোস্টাল ব্যালট পদ্ধতির সমালোচনা করে বলেন, অধিকাংশ প্রবাসী অনলাইনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন, ফলে পোস্টাল ব্যালট কার্যত অকার্যকর ও ব্যয়সাপেক্ষ। এর পরিবর্তে দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে সরাসরি ভোটগ্রহণের দাবি জানান তাঁরা।

আয়োজনে বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্বর, সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত ভোটার তালিকা প্রণয়ন করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাকসু নির্বাচনের মাধ্যমে দুর্বৃত্তায়ন-চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যাত: ইসলামী আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের জয়ের মাধ্যমে ক্যাম্পাসে দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের...

জাকসু নির্বাচন: সুষ্ঠু ভোট হলে জয়ী হওয়ার আশা শিবিরের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এ...

Related Articles

আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন দুই বাংলাদেশি

ফ্রান্সের নিশেতে আগামীকাল রোববার শুরু হচ্ছে আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ, যেখানে বিশ্বের অন্যতম কঠিন...

জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট...

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয়...

নাসিরনগরে ব্যবসায়ী খুনের ঘটনায় ছেলে আটক, পুকুর থেকে অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যবসায়ী আলম মিয়া (৬০) হত্যার ঘটনায় তদন্ত চাঞ্চল্যকর মোড় নিয়েছে।...