ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশি নাগরিক পরিষদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর প্যারিসে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে দূতাবাসের সামনে আয়োজিত সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে যোগ দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক সরকারগুলো কেবল আশ্বাস দিয়ে প্রবাসীদের অধিকার বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা প্রকাশ করে তাঁরা আশা করেন, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে এবার দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।
বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী প্রস্তুতি নিলেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাঁরা পোস্টাল ব্যালট পদ্ধতির সমালোচনা করে বলেন, অধিকাংশ প্রবাসী অনলাইনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন, ফলে পোস্টাল ব্যালট কার্যত অকার্যকর ও ব্যয়সাপেক্ষ। এর পরিবর্তে দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে সরাসরি ভোটগ্রহণের দাবি জানান তাঁরা।
আয়োজনে বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্বর, সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত ভোটার তালিকা প্রণয়ন করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হোক।
Leave a comment