ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা আজ রোববার এক বৈঠক করেছেন। বৈঠকে গুমের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় এবং ‘আয়নাঘর’ পরিদর্শনের জন্য তার কাছে আবেদন জানানো হয়। ‘আয়নাঘর’ বা ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ গুমের শিকার ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে আসছে।
কমিশনের সদস্যরা জানান, প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা নিজেদের নিরাপদ অনুভব করবেন এবং অভয় পাবেন। বৈঠকের সময় কিছু গুমের ঘটনাগুলোর নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানানো হয়, যা তার কাছে খুবই উদ্বেগজনক বলে মনে হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস কমিশনের আহ্বান সাড়া দিয়ে বলেন, “আপনাদের তদন্তে যে ঘটনা উঠে এসেছে, তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শন করব।”
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হয়নি, তবে শিগগিরই প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে নিশ্চিত করা হয়েছে।
Leave a comment