প্রথমবারের মতো ভারতে রাষ্ট্রীয় সফরে এসেছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদিনব্যাপী এই সফর ৯ এপ্রিল শেষ হবে। সফরের মূল উদ্দেশ্য হলো ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করা।
দিল্লি বিমানবন্দরে যুবরাজ হামদানকে দেওয়া হয় গার্ড অব অনার। তাকে স্বাগত জানান ভারতের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী সুরেশ গোপী। এ সময় তার সম্মানে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়, যেখানে ভারতীয় ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।
সফরের প্রথম দিনেই যুবরাজ শেখ হামদান সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। দুই নেতা অর্থনৈতিক, প্রতিরক্ষা, প্রযুক্তি ও পরিবেশসহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এর আগে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন । উভয় দেশের শীর্ষ নেতৃত্ব দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, এই সফর ভারত-আমিরাত সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। বর্তমানে দুবাই ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। দেশ দুটির মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৮৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
যুবরাজ হামদানের এই সফরকে ঘিরে দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তাকে ঘিরে রয়েছে রাজকীয় আতিথেয়তা।
Leave a comment