সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের ব্যবহৃত পোশাক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মসজিদের পাশে ফেলে রাখা বেশ কিছু পোশাক দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোশাকগুলো উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজার সংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পেছনে এসব পোশাক পাওয়া যায়। উদ্ধার হওয়া পোশাকগুলোর মধ্যে ছিল—একটি শীতের জ্যাকেট, দুইটি ফুল হাতা ইউনিফর্ম (সিলেট রেঞ্জের ডিজাইনযুক্ত), তিনটি হাফ হাতা ইউনিফর্ম, দুইটি ফিল্ড ক্যাপ, তিনটি ব্যারেট ক্যাপ, দুইটি পুলিশ ক্যাপের মনোগ্রাম, দুটি বেল্ট, দুটি ফুল প্যান্ট, একটি লেনিয়ার্ড (একটি সাদা ও তিনটি কালো), একটি টাউজার, এক জোড়া মোজা এবং একটি হাফ প্যান্ট।
এভাবে পুলিশের পোশাক পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ও উদ্বেগ দেখা দিয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইছব আলী বলেন, “কারা এসব পোশাক ফেলে গেছে তা আমরা জানি না। তবে কয়েকদিন ধরে এলাকায় ডাকাতের আনাগোনা দেখা গেছে। পুলিশের পোশাক পরে ডাকাতির অপচেষ্টা হতে পারে বলে ধারণা করছি।”
এ বিষয়ে জামালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, “সপ্তাহখানেক আগে একটি ডাকাতদল হানা দেওয়ার পরিকল্পনা করেছিল বলে আমরা জানতে পেরে এলাকায় মাইকিং করেছিলাম। হয়তো সে কারণেই তারা ডাকাতির ঘটনা ঘটাতে পারেনি। ধারণা করা হচ্ছে, এ পোশাকগুলো সেই ডাকাতদের ফেলে যাওয়া। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
Leave a comment