Home জাতীয় আইন-বিচার পুরান ঢাকায় বিএনপির বর্বর খুনের প্রতিবাদে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
আইন-বিচারজাতীয়

পুরান ঢাকায় বিএনপির বর্বর খুনের প্রতিবাদে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Share
Share

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদকে হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর, রাজশাহী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ করেছেন। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই প্রতিবাদ কর্মসূচি চলে।

গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের সঙ্গে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা জড়িত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শুক্রবার রাত ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’র ব্যানারে শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল বের করেন। পরে সমাবেশে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৭টায় জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং পরে প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। বক্তারা বলেন, নির্বাচনের আগে বিরোধী দল খুনের রাজনীতিকে উৎসাহিত করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ী খুনে জড়িতদের দলীয় পরিচয় গোপন না করে সরাসরি দায়ী করা উচিত এবং তারেক রহমানকে এ ঘটনায় অবস্থান স্পষ্ট করতে হবে।

এছাড়া প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মোর্চা ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও বাবাকে হাত-পা বেঁধে হত্যা, ৭ বছরের শিশু যে তথ্য দিল

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হাত-পা, মুখ বেঁধে শ্বাসরোধ হত্যা করেছে । হত্যার আগে গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করেছে...

আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে জানা যাবে ফলাফল

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল । ৯টি সাধারণ...

Related Articles

এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে র ১৩টি বিদ্যালয়ে পাশ করেনি কেউ

দিনাজপুর শিক্ষা বোর্ডের ১৩টি বিদ্যালয়ের কেউই পাশ করতে পারেনি। এসএসসি পরীক্ষায় ১৩টি...

হাত-পা নেই, মুখে লিখে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন লিতুন জিরা

হাত-পা না থাকায় মুখে লিখে এসএসসি পরীক্ষা দেওয়া সেই অদম্য, মেধাবী লিতুন...

এসএসসির ফল: ফেল করেছে ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফল বিশ্লেষণে...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল...