পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদকে হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর, রাজশাহী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ করেছেন। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই প্রতিবাদ কর্মসূচি চলে।
গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের সঙ্গে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা জড়িত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
শুক্রবার রাত ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’র ব্যানারে শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল বের করেন। পরে সমাবেশে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৭টায় জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং পরে প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। বক্তারা বলেন, নির্বাচনের আগে বিরোধী দল খুনের রাজনীতিকে উৎসাহিত করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ী খুনে জড়িতদের দলীয় পরিচয় গোপন না করে সরাসরি দায়ী করা উচিত এবং তারেক রহমানকে এ ঘটনায় অবস্থান স্পষ্ট করতে হবে।
এছাড়া প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মোর্চা ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।
Leave a comment