ঢাকার পুরান মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে নৃশংসভাবে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ ও র্যাব যৌথভাবে চারজনকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির নাম লাল চাঁদ ওরফে সোহাগ, বয়স ৩৯ বছর। বুধবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) এর ৩ নম্বর গেটসংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। হত্যার সময়কার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা রাস্তার ওপর লাল চাঁদকে ঘিরে এলোপাতাড়ি কুপিয়ে যাচ্ছে। আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে থাকলেও হামলাকারীরা পালানোর আগ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)–কে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। অপর দুই আসামিকে র্যাব গ্রেপ্তার করেছে। তবে তাঁদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
নিহত লাল চাঁদের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a comment