২০০৯ সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার শুনানি আজ, রবিবার অনুষ্ঠিত হবে। কেরানীগঞ্জ-এ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।
আজকের শুনানির জন্য ৫০ জন আসামিকে আদালতে আনা হয়েছে, বাকিরা কেরানীগঞ্জের কারাগারে অবস্থান করছেন।
এদিকে, হত্যাকাণ্ডের মামলায় খালাস পাওয়া সাবেক বিডিআর সদস্যদের যাদের মুক্তি হয়নি, তাদের স্বজনরা আজ কেরানীগঞ্জ কারাগারের মূল ফটকের বাইরে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
পূর্বে, ৯ জানুয়ারি মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে সেই শুনানি স্থগিত হয়েছিল। পরে, শুনানি স্থান পরিবর্তন করে আজ কেরানীগঞ্জে অনুষ্ঠিত হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন।
আইনজীবীরা জানিয়েছেন, বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিচার ২০১০ সালে শুরু হয়, তবে মামলার কার্যক্রম খুব বেশি এগোয়নি। ফলে, হত্যাকাণ্ডে খালাস পাওয়া কিংবা সাজাভোগ শেষ করা ৪৬৮ জন আসামি বিস্ফোরক আইনে নিষ্পত্তি না হওয়ায় মুক্তি পাননি।
Leave a comment