জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তাঁর সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ পিরোজপুরে মডেল মসজিদ নির্মাণ স্থানে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে । শনিবার বেলা তিনটার দিকে পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে মুসাব্বির মাহমুদ সানি নিজেকে ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল নিয়ে পিরোজপুর পৌরসভার অধীনে নির্মীয়মাণ মডেল মসজিদের সাইটে হামলা চালান। হামলাকারীরা সাইটের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ব্যাপক ভাঙচুর করেন এবং অফিসকক্ষে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন।
ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানি, সানির ভাই কথিত ছাত্র সমন্বয়ক সাজিদ ও সাজিদুল ইসলাম নামের একজনের বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, গতকাল রাতে পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের হওয়া একটি মামলায় মুসাব্বির মাহমুদ সানি ও তাঁর সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার মুসাব্বির মাহমুদ সানির বাড়ি পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামে। আর মিলন শিকদারের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামে।
Leave a comment