Home জাতীয় অপরাধ পায়ের স্যান্ডেল খুলে সাংবাদিক কে মারার হুমকি দিলেন প্রধান শিক্ষক
অপরাধজাতীয়

পায়ের স্যান্ডেল খুলে সাংবাদিক কে মারার হুমকি দিলেন প্রধান শিক্ষক

Share
Share

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি শেখ মামুন উর রশিদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং স্যান্ডেল খুলে লাঞ্ছিত করার হুমকি দেন।

প্রয়াত আওয়ামী লীগ সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের শ্যালিকা ফাতেমা আক্তার মিলি। এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির বোন। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সহকারী শিক্ষক থেকে সরাসরি প্রধান শিক্ষক পদে আসীন হন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিজয়ের পর তৎকালীন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে নিয়ন্ত্রণে নিয়ে ফাতেমা আক্তারকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এরপর থেকে তিনি বিদ্যালয়ে একক আধিপত্য বিস্তার করেন। অভিযোগ রয়েছে, স্বামীর বড় ভাইকে ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে বিভিন্ন নিয়োগের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।

তার(২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে ) বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের হয়রানি, ১১ জন শিক্ষক-কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেন, টিউশন ফি আত্মসাৎ, উৎকোচ ছাড়া বেতন-ভাতা অনুমোদন না করা এবং অবসরে যাওয়া কর্মচারীদের কাছ থেকে টাকা দাবি করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাংবাদিক শেখ মামুন উর রশিদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফাতেমা আক্তার ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘তুই সাংবাদিক তো কি হইছিস? তোকে কেন বক্তব্য দেব?’ এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে পায়ের স্যান্ডেল খুলে মারধরের হুমকি দেন। প্রধান শিক্ষকের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘গণমাধ্যমকর্মীর সঙ্গে এমন আচরণ বরদাশত করা হবে না। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলকে  লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি...

ফেনীতে একদিনে শনাক্ত হয়েছে ৩ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে জুন মাসে দুইজনের ডেঙ্গু আক্রান্ত হন।...

Related Articles

ভারতকে রুখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস...

গাইবান্ধায় ভাতিজার হাতে খুন হয়েছে চাচা

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে...

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের জন্য বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে, হাতুড়ি দিয়ে...

বগুড়ায় উদ্ধার হয়েছে অপহৃত তিন শিক্ষার্থী

সেনাবাহিনী বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে...