পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোজাম্মেল হোসেন নামে এক ভ্যানচালক ।
ঢাকা-পাবনা মহাসড়কের কাশিনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হোসেন আমিনপুর থানার সিন্দুরী গ্রামের মৃত আমজাদের ছেলে।
জানা যায়, বুধবার সকালে ভ্যানচালক মোজাম্মেল যাত্রী নিয়ে কাশিনাথপুর বাজারে আসেন। নিজগ্রামে ফেরার পথে কাশিনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে পেছন থেকে কাজিরহাটগামী একটি ট্রাক প্রথমে ধাক্কা দেয় এবং পরে চাপা দিয়ে চলে যায়। এতে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান । পরে খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের একটি দল রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে।
আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়েছেন।
Leave a comment