Home আন্তর্জাতিক পাকিস্তানে হামলার পর ভারতকে সমর্থন জানিয়ে দৃঢ় বার্তা দিল ইসরায়েল।  
আন্তর্জাতিক

পাকিস্তানে হামলার পর ভারতকে সমর্থন জানিয়ে দৃঢ় বার্তা দিল ইসরায়েল।  

Share
Share

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের চালানো সামরিক অভিযানের পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে।

বুধবার (৭ মে) রাত ১টার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে এই অভিযান শুরু করে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ভারতের বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ভারতকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে।

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, “সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।”

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সেনা ও গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে—সন্ত্রাসী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরের হামলা চালানো হয়। লক্ষ্য ছিল শুধুমাত্র ‘সন্ত্রাসী’ ও তাদের অবকাঠামো ধ্বংস করা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “তারা পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এ ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ কোনোভাবেই শাস্তি ছাড়া পার পাবে না।”

তিনি আরও বলেন, “কোনো ধরনের উস্কানি ছাড়াই ভারতের এই আগ্রাসনের সুনির্দিষ্ট জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে, এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। শত্রুপক্ষকে তাদের কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি...

পারমাণবিক বৈঠকের খবর অস্বীকার করলেন খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার দুপুরে সাফ জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র কোনো জরুরি বৈঠক হয়নি...

Related Articles

স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

হামজা চৌধুরীর জন্য মৌসুমের শুরুটা ভালো ছিল না । লেস্টার সিটির মূল...

ফের কবে শুরু হচ্ছে আইপিএল ?

পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় কাশ্মীরে...

যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন প্রধানমন্ত্রী  শাহবাজ শরিফ।

ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী...

পুতিন স্থায়ী শান্তি আলোচনায় বসতে ইউক্রেনকে আমন্ত্রণ জানিয়েছেন।

১৫ মে  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনকে  একটি ‘সরাসরি ও নিরপেক্ষ’ শান্তি আলোচনায়...