Home জাতীয় অপরাধ পাকিস্তানে যাত্রীবাহী বাসে হামলা, নিহত হয়েছে ৩
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকদুর্ঘটনা

পাকিস্তানে যাত্রীবাহী বাসে হামলা, নিহত হয়েছে ৩

Share
Share

পাকিস্তানে বেলুচিস্তানের কালাত জেলার নিয়ামুরঘ ক্রস-এর কাছে করাচি থেকে কোয়েটা অভিমুখে চলমান একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাতনামা বন্দুকধারীদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত তিনজন ও আহত হয়েছেন সাতজন ।

বুধবার (১৬ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুলিশের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, আহতদের কালাত জেলা সদর হাসপাতাল (ডিএইচকিউ)-এ স্থানান্তর করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেছে।

হামলার পেছনে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য জানা না গেলেও, পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। করাচি-কোয়েটা মহাসড়কে (বিশেষ করে বেলুচিস্তানের সংবেদনশীল এলাকাগুলোতে) এ ধরনের সহিংসতা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এই হামলার নিন্দা জানিয়ে ও নিরীহ যাত্রীদের হত্যায় গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার নির্দেশ দিয়েছেন।

তিনি একে ‘নিরস্ত্র সাধারণ নাগরিকদের ওপর জঘন্য হামলা’ বলে অভিহিত করে বলেন, অপরাধীদের উপযুক্ত শাস্তি পেতেই হবে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি একে ‘কাপুরুষোচিত ও ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করে বলেন, ‘আগে সন্ত্রাসীরা পরিচয় যাচাই করে টার্গেট করত, এখন তারা নির্বিচারে সাধারণ মানুষকেই লক্ষ্যবস্তু করছে। এটি প্রতিটি সাধারণ পাকিস্তানির বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত দেয় এবং আমরা যেকোনো মূল্যে তা পরাজিত করব।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-কে দায়ী করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে নিরীহ মানুষকে টার্গেট করছে তারা, যাতে দেশের শান্তি বিঘ্নিত হয়।’

তিনি আরও বলেন, ‘ভারত-প্রশিক্ষিত এই সন্ত্রাসীদের ষড়যন্ত্র রুখে দিতে সরকার ও জনগণ একসঙ্গে কাজ করবে।’ সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহও হামলাটিকে “নৃশংসতা” বলে আখ্যা দিয়ে বলেন, নিরীহ যাত্রীদের লক্ষ্য করে হামলা করা একটি ভয়াবহ অপরাধ এবং পাকিস্তানের মাটিতে এ ধরনের সন্ত্রাসীরা ক্যানসারের মতো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজ এনসিপির বিক্ষোভ

বুধবার বিকালে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে দলটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে । এনসিপির আহ্বায়ক নাহিদ...

‘সুপারম্যান’ সিনেমায় ফিলিস্তিন-ইসরায়েল সংকটের ইঙ্গিত?

বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে জেমস গান পরিচালিত ডিসি কমিকসভিত্তিক নতুন সিনেমা ‘সুপারম্যান’। তবে ছবির গল্প ও দৃশ্যায়ন ঘিরে তৈরি হয়েছে নতুন...

Related Articles

শিশুকে বুকের দুধ খাইয়ে পদোন্নতি পেলেন মেক্সিকান নারী পুলিশ

হারিকেন ওটিসের তাণ্ডবে মেক্সিকোর আকাপুলকো শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর যখন মানুষ...

সাগর-রুনি হত্যায় নতুন মোড়

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় নতুন করে আলোচনায়...

কুমিল্লায় স্ত্রী-মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে তরুণ খুন

কুমিল্লার তিতাস উপজেলায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া এক তরুণের গলাকাটা লাশের...

জুলাই মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার মামলায় বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রশাসনিক...