পাকিস্তানের সহিংসতাপ্রবণ বেলুচিস্তানে পৃথক দুটি বোমা হামলায় সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টিয়ার কোরের পাঁচ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৭ জন। রোববার এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রথম বিস্ফোরণটি ঘটে নুশকি–দলবন্দিন মহাসড়কে, যেখানে একটি যাত্রীবাহী বাসের কাছে বিস্ফোরণে সাতজন নিহত হন ও ৩৫ জন আহত হন। বিস্ফোরণের ধরণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও আহতদের নুশকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের কোয়েটায় স্থানান্তর করা হয়েছে।
একই দিন নুশকিতে সীমান্তরক্ষী বাহিনীর গাড়িবহরের কাছে আরেকটি বিস্ফোরণে ফ্রন্টিয়ার কোরের পাঁচ সদস্য নিহত হন ও ১২ জন আহত হন। পুলিশ প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী হামলা বলে মনে করছে।
বেলুচিস্তান প্রাদেশিক সরকার হামলার নিন্দা জানিয়ে বলেছে, দেশকে অস্থিতিশীল করার এই ষড়যন্ত্র সফল হবে না।
সম্প্রতি বেলুচিস্তানে সহিংসতা বেড়েছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) গত সপ্তাহে একটি ট্রেনে হামলা চালিয়ে ২৬ যাত্রীকে হত্যা করে। পরে সেনাবাহিনীর অভিযানে ৩৩ হামলাকারী নিহত হয় এবং ৪৪০ যাত্রীকে মুক্ত করা হয়।
Leave a comment