Home আন্তর্জাতিক অন্যান্য পাকিস্তানি সেনাবাহিনীর ঐতিহাসিক আত্মসমর্পণের ছবিটি সরিয়ে নতুন স্থানে স্থাপন!
অন্যান্যঅন্যান্যআন্তর্জাতিকএশিয়া

পাকিস্তানি সেনাবাহিনীর ঐতিহাসিক আত্মসমর্পণের ছবিটি সরিয়ে নতুন স্থানে স্থাপন!

Share
Share

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর ঐতিহাসিক আত্মসমর্পণের ছবিটি এতদিন ভারতের সেনাপ্রধানের কার্যালয়ের লাউঞ্জে টাঙানো ছিল। সম্প্রতি সেই ছবি সরিয়ে মানেকশ কনভেনশন সেন্টারে স্থাপন করা হয়েছে। এই পরিবর্তন নিয়ে ভারতে বিতর্ক দেখা দিলেও সেনাবাহিনী জানিয়েছে, এটি ছবিটির গুরুত্ব বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়, বিজয় দিবস উপলক্ষে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীতা দ্বিবেদী আনুষ্ঠানিকভাবে ছবিটি মানেকশ কনভেনশন সেন্টারে পুনঃস্থাপন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রবীণ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এই ঐতিহাসিক ছবি পাঁচ দশক ধরে সেনাপ্রধানের লাউঞ্জে ঝুলে ছিল এবং প্রায়ই বিদেশি অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তোলা ছবির পটভূমি হিসেবে ব্যবহৃত হতো। সেনাবাহিনী জানিয়েছে, মানেকশ কনভেনশন সেন্টারে ছবিটি স্থাপন করার মাধ্যমে এটি এখন আরও বেশি দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করবে এবং ভারতের সবচেয়ে বড় সামরিক বিজয়ের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করবে।

তবে সেনাপ্রধানের লাউঞ্জে এখন একটি নতুন চিত্রকর্ম স্থাপন করা হয়েছে। এই চিত্রকর্মটি ভারতীয় সেনাবাহিনীর ন্যায়পরায়ণতা, প্রযুক্তিগত উন্নয়ন, এবং আধুনিক শক্তি তুলে ধরে। এতে রয়েছে তুষারঢাকা পাহাড়, লাদাখের প্যাংগং লেক, হিন্দু পুরাণের গরুড় এবং কৃষ্ণের রথ। পাশাপাশি আধুনিক সামরিক সরঞ্জাম, ট্যাংক এবং অ্যাপাচি হেলিকপ্টারের ছবিও এতে স্থান পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন এই চিত্রকর্ম সেনাবাহিনীর ঐতিহ্য ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিজ্ঞাকে তুলে ধরে। এটি মহাভারতের শিক্ষা ও চাণক্যের কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। সেনাবাহিনী বলছে, এই চিত্রকর্ম আধুনিক ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন ৩ জন

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর)  বিকেল ৩টা ৪৫ মিনিটের...

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে রোববার (১২ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন নামের এক কলেজছাত্র মারা গেছেন। মৃত হৃদয় হোসেন ওই...

Related Articles

সন্ধ্যার পর গাজায় ঢুকবে ত্রাণবাহী ৬০০ ট্রাক

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এসব ট্রাকে খাদ্য,...

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে গাজায়

যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা (stabilisation) বাহিনী গঠনের...

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা...

‘আমরা কারাগারে নয়, ছিলাম কসাইখানায়’: মুক্ত ফিলিস্তিনি বন্দীদের ভয়াবহ বর্ণনা

ইসরায়েলে বন্দিজীবন শেষে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা তাদের কারাবাসের ভয়ংকর অভিজ্ঞতা তুলে...