ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও সরব হয়েছেন পরকীয়া সম্পর্ক নিয়ে। বরাবরের মতো এবারও তিনি জানালেন, এ ধরনের অনৈতিক সম্পর্কের তিনি চূড়ান্ত বিরোধী। ঈদের পর সম্প্রচারিত একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে পরকীয়ার বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান প্রকাশ করেছেন এ নায়িকা।
অনুষ্ঠানের ‘র্যাপিড ফায়ার’ নামক একটি পর্বে সঞ্চালক অপুকে প্রশ্ন করেন, যদি তাকে সুপার পাওয়ার দেওয়া হতো, তাহলে তিনি কী করতেন? অকপটে অপু বিশ্বাস বলেন, পরকীয়াটা বন্ধ করতাম। এমন আইন জারি করতাম, যে পরকীয়া করলে দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।
অপু বিশ্বাস পরকীয়াকে শুধু একটি অনৈতিক কাজ হিসেবে দেখেন না, বরং সমাজবিধ্বংসী একটি প্রবণতা হিসেবে বিবেচনা করেন। তার ভাষায়, আমাদের সমাজে এখন পরকীয়ার প্রবণতা ভয়াবহভাবে বেড়ে গেছে। অনেক নারী জানে যে পুরুষটি বিবাহিত, তবুও তার সঙ্গে সম্পর্কে জড়ায়। এই ধারা খুবই উদ্বেগজনক।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং বিভিন্ন প্রলোভনের কারণেই এসব ঘটনা ঘটছে। ফেসবুক, মেসেজ, অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে যায়। নারীরা প্রলোভিত হয়, এবং পরকীয়ার পথ বেছে নেয়, — মন্তব্য অপুর।
অনুষ্ঠানে আরও এক প্রশ্নে অপুকে জিজ্ঞেস করা হয়, এমন কোন অভ্যাস আছে যা তিনি বদলাতে চান? উত্তরে অপু বলেন, মানুষকে খুব বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।
এ ছাড়া শোবিজ অঙ্গনের কয়েকজন সহকর্মীকে নিয়ে মন্তব্য করতে বলা হলে, অপু বিশ্বাস অভিনেতা শাকিব খানকে বলেন ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’, এবং আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ হিসেবে অভিহিত করেন।
স্পষ্টভাষী ও মতপ্রকাশে অকুতোভয় হিসেবে বরাবরই পরিচিত অপু বিশ্বাস। পরকীয়ার মতো স্পর্শকাতর বিষয়ে এমন কড়া অবস্থান নিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।
Leave a comment