Home জাতীয় অপরাধ পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী
অপরাধআইন-বিচারজাতীয়

পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

Share
Share

কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুর এলাকায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে মামুন নামে এক যুবক । পরে তাদের দুই শিশুকন্যাকে আছড়ে হত্যাচেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মামুনের পরিবার, স্বজন ও প্রতিবেশীরা বলেন, মামুনের স্ত্রী মেঘলা পরকীয়ায় লিপ্ত ছিল। কিছুদিন আগে মেঘলা বাড়ি থেকে প্রেমিকের কাছে চলে গিয়েছিল। পরকীয়ার জের ধরে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে স্ত্রীকে বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে হত্যার চেষ্টা করে মামুন। পরে দুই কন্যা শিশুকে আছাড় মারে এবং কুপিয়ে গুরুতর জখম করে। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়। এরপর মামুন ধারালো অস্ত্র দিয়ে নিজেই নিজের মাথায় ও গলায় কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

মামুনের স্বজন ও স্থানীয়রা খবর পেয়ে তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের সময় স্ত্রী মেঘলা খাতুন মারা যান। মুমূর্ষু অবস্থায় আছেন মামুন ও তার দুই কন্যা।

এ বিষয়ে মামুনের মা সুফিয়া বেগম বলেন, পরকীয়ার কারণে মেঘলার সঙ্গে মামুনের পারিবারিক কলহ হত। এর আগে সংসার ছেড়ে মেঘলা আরেক জায়গায় চলে গিয়েছিল। দুই দিন আগে মেঘলাকে ফিরিয়ে এনেছে। আজকেও নাকি বউ মোবাইলে কার সঙ্গে কথা বলছিল। ছেলে তা হাতেনাতে ধরে ফেলে। এরপর বউ ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারপিট করে গুরুতর আহত করে , মামুন নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে। মেঘলার মৃত্যু হয়েছে, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ধারালো কিছু দিয়ে তিনজনকেই মাথায় আঘাত করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মায়ের মৃত্যু হয়েছে। শিশু দুটির অবস্থা আশঙ্কাজনক।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন  বিষয়টি নিশ্চিত করে লেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিনাজপুরে পুকুরে ডুবে ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে

দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে সিয়াম হোসেন (১৯ মাস) নামে এক শিশুর। উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া ডাক্তার পাড়ায় শুক্রবার (৪...

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২

গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন। এতে আরও একজন আহত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায়শুক্রবার(৪জুলাই) এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায়...

Related Articles

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে ব্রাহ্মণবাড়িয়ায় সাইকেল পেল ১৭ কিশোর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টানা ৪১ দিন মসজিদে তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ...

আশুরার দিনেই প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর...

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে স্বামী ইমরান হোসেন স্ত্রী বিজলী আক্তার আমেনাকে...

যশোরে সাড়ে চার কোটি টাকার স্বর্ণসহ আটক হয়েছে ২ জন

যশোর সদর উপজেলার মুরাদগড় বাজার এলাকায় বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...