সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মানুষ। আজ বেলা পৌনে ১১টা পর্যন্ত এখানে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে সকাল থেকেই বায়তুল মোকাররমে আসতে থাকেন মুসুল্লিরা। শিশুরাও আসেন অভিভাবকদের সঙ্গে। সকাল ৭টায় নামাজ শুরু হয়। নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মুকাব্বির জাতীয় মসজিদের খাদেম মো. আবদুল হাদী। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম মো. আলাউদ্দীন।
এরপর সকাল পৌনে ১১টায় পঞ্চম ও সর্বশেষ জামাত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম মো. আক্তার মিয়া।
জামাতের কোনোটিতে ইমাম উপস্থিত না থাকলে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।
Leave a comment