পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে শহিদুল ফকির নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসী সোহেল ফকিরের বিরুদ্ধে।
উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা গ্রামে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ফকির ওই গ্রামের আলী ফকিরের ছেলে।
জানা যায়, নিহত শহিদুল ফকির একটি মাছ ধরা ট্রলারে মাঝি হিসেবে কাজ করেন। তার ট্রলারের এক জেলের কাছে ২৪শ টাকা পাওনা নিয়ে তর্কে জড়ান একাধিক মামলার আাসামি সোহেল। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি কাঠ দিয়ে শহিদুলের মাথায় আঘাত করেন । পরে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সজল বলেন, আমি পাওনা টাকা দিয়ে দিয়েছিলাম। এরপরও সোহেল ফকির আমার বাবাকে গালাগালি করে। এ সময় সোহেল হঠাৎ বাবার মাথায় আঘাত করে হত্যা করেন তাকে।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজ হোসেন বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা শহিদুল ইসলামকে অচেতন অবস্থায় হাসপাতালে নেন । পরে ইসিজির মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয় তার।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত সোহেল ফকিরকে গ্রেফতার করতে অভিযান চলছে।
Leave a comment