দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার আকস্মিকভাবে আইপিএল ছাড়ার ঘটনাকে ঘিরে এতদিন নানা গুঞ্জন চললেও অবশেষে আজ বিষয়টির সত্যতা সামনে আনলেন তিনি নিজেই। রাবাদা জানিয়েছেন, নেশাজাতীয় মাদক গ্রহণের দায়ে তাঁকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। গত ৩ এপ্রিল তিনি গুজরাট টাইটানসের হয়ে আইপিএল খেলতে এসে হঠাৎ ব্যক্তিগত কারণে দেশে ফিরে যান। সে সময় দলটি তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে শুধু বলেছিল ‘গুরুতর ব্যক্তিগত সমস্যা’। তবে আজ দেওয়া এক বিবৃতিতে রাবাদা স্পষ্টভাবে স্বীকার করেছেন, ‘রিক্রিয়েশনাল ড্রাগ’ ব্যবহারের কারণে তিনি এই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।
ইএসপিএনক্রিকইনফো জানায়, চলতি বছরের জানুয়ারি–ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি চলাকালীন সময়ে রাবাদার মাদক পরীক্ষা হয়। এমআই কেপটাউনের হয়ে খেলাকালীন ওই পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সেই থেকেই বিষয়টি তদন্তাধীন ছিল এবং রাবাদা আইপিএলে খেলা শুরুর পরও তা চেপে যান। তবে ২৯ মার্চের পর আর কোনো ম্যাচে তাঁকে মাঠে দেখা যায়নি। এরপর তিনি ভারত ত্যাগ করে দক্ষিণ আফ্রিকায় ফেরত যান।
রাবাদা আজ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন এসএসসিএর (South African Cricketers’ Association) মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘আমার ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে যাওয়ার কথা বলা হলেও এখন আমি নিজেই বিষয়টি পরিষ্কার করতে চাই। আমি রিক্রিয়েশনাল ড্রাগ ব্যবহারের দায়ে সাময়িক নিষেধাজ্ঞায় রয়েছি। আমি আমার ভক্ত, সতীর্থ এবং দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। আমি জানি, আমার আচরণ অনেককে হতাশ করেছে। আমি এখন পুনরায় নিজেকে তৈরি করছি এবং প্রিয় খেলাটিতে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছি।’
দক্ষিণ আফ্রিকার অ্যান্টি-ডোপিং সংস্থা SAIIDS (South African Institute for Drug-Free Sport) আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে রাবাদার নিষেধাজ্ঞার মেয়াদ ও বিস্তারিত জানাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রাবাদার ঘটনা ক্রিকেটবিশ্বে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন মনে করা হচ্ছিল, এই ফাস্ট বোলার তাঁর ক্যারিয়ারের সবচেয়ে পরিণত পর্যায়ে রয়েছেন। এর আগে গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের ক্রিকেটার ডগ ব্রেসওয়েল কোকেন ব্যবহারের দায়ে এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
কাগিসো রাবাদা, যিনি দক্ষিণ আফ্রিকার অন্যতম নির্ভরযোগ্য ও সাফল্যবান পেসার, তাঁর এই নিষেধাজ্ঞা দক্ষিণ আফ্রিকার আসন্ন সিরিজ পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তাঁর অনুপস্থিতিতে দলের ভারসাম্য নষ্ট হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
Leave a comment