নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া ভবনগুলোতে তল্লাশি চালিয়ে নতুন করে মরদেহ উদ্ধার করা হচ্ছে। আহত হয়েছেন অন্তত দুই হাজারের বেশি মানুষ।
গত সোমবার ও মঙ্গলবার টানা দুই দিন ধরে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বহু সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সহিংসতার জের ধরে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন কারাগার থেকে হাজারো আসামি পালিয়ে যায়। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজারকে পুনরায় আটক করা গেলেও এখনো ১০ হাজারের বেশি বন্দী পলাতক রয়েছে। চিতওয়ান জেলা কারাগার থেকে ৭৪০ জন পালিয়েছিলেন, যাঁদের মধ্যে কেবল আংশিক সংখ্যককে ধরা সম্ভব হয়েছে।
সরকারি ঘোষণা অনুযায়ী, পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে স্থানীয় থানায় জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশজুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।
Leave a comment