নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে মাজেদা বেগম নামে এক বৃদ্ধার।
উপজেলার রায়পুর ইউনিয়নের আড়ই তাতিয়র গ্রামে মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম ওই গ্রামের মৃত ইমান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে বাড়ির পেছনের একটি বাতি নষ্ট থাকায় রাতে চলাফেরায় সমস্যা হচ্ছিল। মাজেদা বেগম মঙ্গলবার রাতে নিজেই মরিচা ধরা একটি ফোল্ডারে নতুন বাল্ব লাগাতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, একজন বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।
Leave a comment