গাজীপুরের কোনাবাড়ির ঝুট (তোলার) গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ২০ থেকে ২৫টির মতো ছোট-বড় ঝুট গুদাম, সূতার কারখানা ও সুতার গুদামে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনটি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনাবাড়ির দেউলিয়াবাড়ি (বেলতালা) এলাকায় ঝুট (তোলার) গুদামে শনিবার (৩ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর, সোহেলসহ তাদের সহযোগী ৮-১০ জনের মালিকানাধীণ তুলা তৈরি ঝুটের গুদামে আগুণ লেগেছে। কোনাবাড়ী ফায়ার সার্ভিস এবং সারাব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে কাজ করেছে।
মোহাম্মদ মামুন ( গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক) বলেন, ঝুট গুদাম থেকে মুহূর্তের মধ্যে আগুন ছোটবড় দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর সারাব ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে কাজ করে। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি।
তিনি জানিয়েছেন , ছোট-বড় বিভিন্ন ধরনের ঝুট গুদাম আছে, বাম পাশে সূতা তৈরির কারখানা ও সূতার একটি বড় গুদাম আছে। আশপাশে ছোট-বড় গুদাম, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল । ২০-২৫ টির মতো ছোট-বড় গুদাম, সূতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে।
Leave a comment