নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (২৮) নামে এক যুবককে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে। ঘটনার সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হানিফ বাগেরহাট জেলার খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে এবং খানপুরের ইতু ভিলার বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন,“ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলার প্রাথমিক তদন্ত চলছে এবং পিটুনিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
নিহতের মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, বিকেলে খানপুর এলাকার অভি নামের এক যুবকসহ কয়েকজন প্রথমে হানিফের বোন ও তাকে আটকে রাখে। তারা বারবার হানিফের অবস্থান জানতে চায়। পরে হানিফকে আটক করে বেধড়ক মারধর শুরু হয়। ইব্রাহিম বলেন “তাদের মারধরের ফলে হানিফ জ্ঞান হারান এবং রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হানিফকে কিশোরী ধর্ষণ ও ইভটিজিংয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, তবে ঘটনার আগে বা পরে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। ওসি নাসির উদ্দিন আরও বলেন,“মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। নিহতের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এবং পিটুনিতে জড়িতদের শনাক্তে পুলিশ তৎপর রয়েছে।”
Leave a comment