Home জাতীয় অপরাধ নাটোর আদালতের মালখানা থেকে ৬১ লাখ টাকা, স্বর্ণ ও রুপা চুরি
অপরাধ

নাটোর আদালতের মালখানা থেকে ৬১ লাখ টাকা, স্বর্ণ ও রুপা চুরি

Share
Share

নাটোর জেলা আদালতের মালখানা থেকে ৬১ লাখ ৩৯ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার ও ১৯ কেজি রুপা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময়ে মালখানার পেছনের জানালার গ্রিল ও লকারের তালা ভেঙে এই চুরি সংঘটিত হয়। শুক্রবার দুপুরে বিষয়টি ধরা পড়ে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং বরখাস্ত এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, চুরি যাওয়া টাকার মধ্যে ৩৭ লাখ টাকা সম্প্রতি সিংড়ায় এলজিইডি কর্মকর্তার হেফাজত থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মূলত এই অর্থ হাতিয়ে নিতে পরিকল্পিতভাবেই মালখানায় চুরির ঘটনা ঘটানো হয়েছে।

দুপুর ১২টার দিকে আদালত পুলিশের এক সদস্য জানালার গ্রিল ভাঙা দেখতে পেয়ে কর্মকর্তাদের খবর দেন। পরে মালখানা খুলে রেজিস্টার মিলিয়ে চুরির বিষয়টি নিশ্চিত করা হয়।

আদালত পরিদর্শক মোস্তফা কামাল বলেন, মালখানায় প্রহরী নিয়োজিত ছিলেন এবং জায়গাটি সিসিটিভির আওতায়ও ছিল। তবে চোররা জানালা ভেঙে ঢুকে লকার খুলে মালামাল নিয়ে যায় এবং সিসিটিভি হার্ডডিস্ক বক্সও খুলে নিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যরত ব্যক্তিদের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে।

মালখানা থেকে যে টাকা চুরি হয়েছে, তার মধ্যে রয়েছে ১৪ মার্চ গাইবান্ধার এলজিইডি কর্মকর্তা ছাবিউল ইসলামের কাছ থেকে উদ্ধার করা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাও। পুলিশ মনে করছে, এই অর্থ ফেরত নেওয়ার লক্ষ্যে চোর চক্র পরিকল্পিতভাবে আদালত ভবনে চুরি করেছে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলকে  লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি...

ফেনীতে একদিনে শনাক্ত হয়েছে ৩ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে জুন মাসে দুইজনের ডেঙ্গু আক্রান্ত হন।...

Related Articles

গাইবান্ধায় ভাতিজার হাতে খুন হয়েছে চাচা

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে...

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের জন্য বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে, হাতুড়ি দিয়ে...

বগুড়ায় উদ্ধার হয়েছে অপহৃত তিন শিক্ষার্থী

সেনাবাহিনী বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে...

নিজ শিশুকন্যাকে হত্যা করেছে ভারতীয় চিকিৎসক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় ছুটি কাটাতে গিয়ে চার বছর বয়সী শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র...