Home জাতীয় অপরাধ নাটোর আদালতের মালখানা থেকে ৬১ লাখ টাকা, স্বর্ণ ও রুপা চুরি
অপরাধ

নাটোর আদালতের মালখানা থেকে ৬১ লাখ টাকা, স্বর্ণ ও রুপা চুরি

Share
Share

নাটোর জেলা আদালতের মালখানা থেকে ৬১ লাখ ৩৯ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার ও ১৯ কেজি রুপা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময়ে মালখানার পেছনের জানালার গ্রিল ও লকারের তালা ভেঙে এই চুরি সংঘটিত হয়। শুক্রবার দুপুরে বিষয়টি ধরা পড়ে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং বরখাস্ত এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, চুরি যাওয়া টাকার মধ্যে ৩৭ লাখ টাকা সম্প্রতি সিংড়ায় এলজিইডি কর্মকর্তার হেফাজত থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মূলত এই অর্থ হাতিয়ে নিতে পরিকল্পিতভাবেই মালখানায় চুরির ঘটনা ঘটানো হয়েছে।

দুপুর ১২টার দিকে আদালত পুলিশের এক সদস্য জানালার গ্রিল ভাঙা দেখতে পেয়ে কর্মকর্তাদের খবর দেন। পরে মালখানা খুলে রেজিস্টার মিলিয়ে চুরির বিষয়টি নিশ্চিত করা হয়।

আদালত পরিদর্শক মোস্তফা কামাল বলেন, মালখানায় প্রহরী নিয়োজিত ছিলেন এবং জায়গাটি সিসিটিভির আওতায়ও ছিল। তবে চোররা জানালা ভেঙে ঢুকে লকার খুলে মালামাল নিয়ে যায় এবং সিসিটিভি হার্ডডিস্ক বক্সও খুলে নিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যরত ব্যক্তিদের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে।

মালখানা থেকে যে টাকা চুরি হয়েছে, তার মধ্যে রয়েছে ১৪ মার্চ গাইবান্ধার এলজিইডি কর্মকর্তা ছাবিউল ইসলামের কাছ থেকে উদ্ধার করা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাও। পুলিশ মনে করছে, এই অর্থ ফেরত নেওয়ার লক্ষ্যে চোর চক্র পরিকল্পিতভাবে আদালত ভবনে চুরি করেছে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুদ ফেরত না দেওয়ায় নারীকে প্রকাশ্যে মারধর, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

কুমিল্লার দেবীদ্বারে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘটিত এক নারীর ওপর নির্মম হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।...

মিয়ানমারে ১২০ টন ত্রাণ হস্তান্তরকরলো নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান, বিধ্বংসী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ১২০ টন জরুরি ত্রাণ, চিকিৎসাসামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে । আন্তঃবাহিনী...

Related Articles

রাষ্ট্রীয় অর্থ অপচয় করে মুজিববর্ষ পালন, হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ...

কফি হাউসে তরুণীকে মারধর, আটক ২

রাজধানীর খিলগাঁওয়ের আপন কফি হাউসে এক তরুণীকে মারপিটের ঘটনায় হোটেল ম্যানেজার ও...

বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে পুনরায় অগ্নিকাণ্ড

  কাল মধ্যরাতে , বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ‘সাদ্দাম হোসেনের’ বাসায় আবারও...

ট্রাম্পকে হত্যার টাকা জোগাড় করতে বাবা-মাকে খুন

এক কিশোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য টাকা জোগাড় করতে বাবা-মাকে...