পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকালে জ্বালানি বোঝাই একটি ট্যাঙ্কার সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে পড়ে। এতে রাস্তা জুড়ে তেল ছড়িয়ে পড়লে, আশপাশের অনেক মানুষ বোতল ও বালতি নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন।
ঠিক সেই সময় ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে, এবং ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান। নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন,“বেশিরভাগ নিহত ব্যক্তিই বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।”
ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, “উদ্ধার অভিযান এখনও চলছে। রাস্তাটির খারাপ অবস্থার কারণে সেখানে তীব্র যানজট তৈরি হয়েছে।”
নাইজেরিয়ায় জ্বালানি পরিবহন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশের অনেক সড়কই অপরিচর্য ও ঝুঁকিপূর্ণ, আর অনেক ট্যাঙ্কারই রক্ষণাবেক্ষণহীন ও পুরনো। ফলে উল্টে যাওয়া, লিকেজ ও বিস্ফোরণের ঘটনা নিয়মিত ঘটে। ২০২৩ সালেও অনুরূপ ঘটনায় নাইজেরিয়ার রিভার স্টেটে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
Leave a comment