পুলিশ নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মরদেহ ।
উপজেলার রায়পুরা ইউনিয়নের সাহারখোলা এলাকার মেঘনা নদীর তীরে বুধবার (১৬ জুলাই) দুপুরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সকালে নদীর পাড়ে জিও ব্যাগ ও কচুরিপানার সঙ্গে আটকে ভেসে থাকা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
মির্জারচর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নি। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে বার্তা পাঠানো হয়েছে আশপাশের থানায়।
Leave a comment