নাটোরের গুরুদাসপুর উপজেলার নন্দকুঁজা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে নন্দকুঁজা নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় সম্ভাব্য তথ্য সংগ্রহের কাজও চলছে। নন্দকুঁজা নদীর আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, নদীর ওই অংশে আগে এমন ঘটনা ঘটেনি। তারা ধারণা করছেন, মরদেহটি ভাটির দিকে ভেসে এসে এখানে আটকে থাকতে পারে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
Leave a comment