Home Health দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো।
Healthজাতীয়

দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো।

Share
Share

দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে গত বছরের তুলনাই এ বছরের শুরুতে রোগী বেড়েছে ৬২ শতাংশের বেশি। আক্রান্ত রোগীর অর্ধেকের বেশি শনাক্ত হচ্ছে বরিশাল বিভাগে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৮ জন। যদিও এই সময়ে মৃত্যু হয়নি কারও। এর আগের দিন সোমবার আক্রান্ত হয়েছিলেন ২৮ জন।

এই নিয়ে চলতি মাসের ১০ দিনে কারও মৃত্যু না হলেও মোট আক্রান্ত হয়েছেন ৫২৩ জন। সব মিলিয়ে এবছরে ডেঙ্গুতে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে এবং মোট ৫ হাজার ১৫ জন আক্রান্ত হয়েছেন। অথচ গত বছরের এই সময়ে মোট ৩ হাজার ১০৩ জন আক্রান্ত হয়েছিলেন। সেই তুলনায় রোগী বেড়েছে ১ হাজার ৯১২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার আক্রান্তের হার বেড়েছে ৬১ দশমিক ৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, দেশে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয় ২০২৩ সালে। ওই বছরের ১০ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ হাজার ২১ জন। চলতি বছরের ১০ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ১৫ জন। অর্থাৎ, ২০২৩ সালের তুলনায় এবার রোগী বেড়েছে ৬০ শতাংশ। ২০২৪ সালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয় ৩ হাজার ১০৩ জন, ২০২২ সালে ৫২৭ জন ও ২০২১ সালে ৩৭২ জন।

কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি ঘটে থাকে এবং এটাকেই ডেঙ্গু জ্বরের মৌসুম বলা হয়। প্রাকৃতিকভাবে জুন থেকেই শুরু হয় ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশার প্রজনন ঋতু।

তারা বলছেন, এবার ডেঙ্গু বৃদ্ধির আদর্শ পরিস্থিতি রয়েছে। কারণ হিসেবে আবহাওয়া পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তৎপরতার অভাব এবং সর্বোপরি সরকারের প্রস্তুতির অভাবে ডেঙ্গুর বড় সংক্রমণের শঙ্কা রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগের।  যা মোট রোগীর ৪০ শতাংশ। এর ১ হাজার ২৫৯ জন রোগী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন। এরপর চট্টগ্রামে ৮২৫ জন, ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৫৩৪ জন ভর্তি হয়েছেন। ১৬৫ জন খুলনা বিভাগে, ৯৪ জন ময়মনসিংহে, ৮৬ জন রাজশাহীতে, রংপুর ও সিলেট বিভাগে ১৯ জন করে রোগী পাওয়া গেছে।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের রোগী রয়েছেন ৩ হাজার ৭৩৬ জন। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ১ হাজার ২৭৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪২৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩৪ জন; আর ২৯৪ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ত্রাণের চাহিদা হাজার ট্রাক, পৌঁছায় মাত্র ১০০ টি

ইসরায়েলের অবরোধে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে গাজা উপত্যকা। স্থানীয় সিভিল ডিফেন্সের হিসাব অনুযায়ী, প্রতিদিন সেখানে অন্তত এক হাজার ট্রাক ত্রাণ প্রবেশ করা...

ধানমন্ডি ৩২–এ আটক রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত কারাগারে...

Related Articles

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, নেপথ্যে সমকামিতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে এক তরুণ নিহত...

হত্যা ও নির্বাচন মামলায় আনিসুল ও হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ

জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন...

সিংগাইরে ডাকাত দলের হামলায় গৃহকর্তা নিহত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত দলের হামলায় মো. মহর উদ্দিন (৭৫) নামের এক...