দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
৩০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারও। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৯ জুন) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২২ জন।
এছাড়া, ২০২০ সালের ৮ মার্চ থেকে করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন।
Leave a comment