ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতজুড়ে নেমে এসেছে শোক। উত্তরপ্রদেশের কানপুর থেকে মহারাষ্ট্রের পানভেল—দেশটির নানা প্রান্তের মানুষ এই ঘটনায় প্রিয়জন হারিয়েছেন।
অনেক তরুণ–তরুণীর জীবন থেমে গেছে পহেলগামের এই নারকীয় সন্ত্রাসে। মাত্র সাত দিন আগে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ছোট্ট এক ছুটিতে। গন্তব্য ছিল ভূস্বর্গ কাশ্মীর।
কিন্তু সেখানেই জীবনের যবনিকা পতন হল তরুণ নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়ালের। ২৬ বছরের এই তরুণ ছিলেন হরিয়ানার কার্নালের বাসিন্দা। জম্মু–কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছেন তিনি। সেই হামলায় অন্যান্য নিরীহ পর্যটকদের সঙ্গেই প্রাণ হারিয়েছেন লেফটেন্যান্ট বিনয়।
বিনয়ের মতো আরো এক যুবক শুভম দ্বিবেদী। তিনিও সদ্যবিবাহিত। স্ত্রীকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়ে হামলার শিকার হন। চলতি বছরের ফেব্রুয়ারির ১২ তারিখ তাদের বিয়ে হয়েছিল। মাত্র দুই মাস পরেই সেই আনন্দের ছুটি ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে।
শুভমের চাচাতো ভাই সৌরভ দ্বিবেদী এএনআই–কে জানান, ‘শুভম তার স্ত্রীকে নিয়ে পহেলগামে ছিলেন। আমার চাচা জানান শুভমের মাথায় গুলি লেগেছে। এমনও শোনা যাচ্ছে, হামলাকারীরা নাম জেনে গুলি চালিয়েছিল। মৃতদেহ পেতে এখনও ২–৩ দিন লাগবে, সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই মরদেহ দেওয়া হবে।’
এরইমধ্যে কণ্ঠশিল্পী লোপা সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেছেন। যেখানে শুভম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, ঠিক সেখানেই গায়িকা স্বামী গীতিকার সিরাজুম মুনীরের সঙ্গে ছবি তুলেছেন। পাশাপাশি দুটো ছবি পোস্ট করেছেন লোপা।
এই ঘটনায় গায়িকা নিজের অনুভূতি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, দুটো ছবি একই জায়গায়–বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মির। প্রথম ছবিটি আমাদের হানিমুনের৷ আল্লাহর রহমতে আমরা এখনো একসাথে আছি। দ্বিতীয় ছবির জুটিটিও হানিমুনে গিয়েছিলো। কিন্তু জীবনের সবচেয়ে স্মরণীয়,আনন্দঘন সময় কাটানোর মাঝেই স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে মেরে ফেলেছে। তাদের “অপরাধ” তারা হিন্দু!
এদিকে এই ঘটনায় গোটা ভারত শোকাহত । ভারতের শোবিজ তারকারাও শোক প্রকাশ করছেন।
Leave a comment