Home রাজনীতি বিএনপি দুই যুগ পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির সম্মেলন
বিএনপিরাজনীতি

দুই যুগ পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির সম্মেলন

Share
Share

দীর্ঘ দুই যুগ পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোববার। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে উপজেলাজুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইতিমধ্যে সম্মেলনের প্যান্ডেল নির্মাণ শেষ হয়েছে। প্রধান সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ, টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন।

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কোটালীপাড়ায় বিএনপির এই সম্মেলনকে দলটির নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখছেন। উপজেলা ও পৌর বিএনপির নেতারা জানিয়েছেন, বিগত দুই দশকে তাঁরা নানা দমন-পীড়নের মধ্যে ছিলেন। এবারের সম্মেলন সেই সব ত্যাগ ও প্রতিকূলতার প্রতিক্রিয়া হিসেবে সংগঠনের পুনর্জাগরণের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান (রিপন), ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রধান বক্তা হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে মনোনয়নপ্রত্যাশী এস এম জিলানী। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া পৌর বিএনপির সদস্যসচিব ওলিউর রহমান হাওলাদার।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা সভা-সমাবেশ করতে পারিনি। মামলা-হামলার কারণে পালিয়ে বেড়াতে হয়েছে। এবার নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।’

উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বশার হাওলাদার বলেন, ‘সম্মেলন সফল করতে রাত-দিন পরিশ্রম চলছে। হাজারো নেতা-কর্মী অংশ নেবেন। এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠন নতুন শক্তি পাবে।’

সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন জানান, মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে হবে নেতৃত্ব নির্বাচন। এ সম্মেলন নতুন প্রত্যাশার দ্বার খুলবে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকউজ্জামান জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন হবে এবং এর মধ্য দিয়ে বিএনপির স্থানীয় সংগঠন আরও সক্রিয় ও শক্তিশালী হবে।

দুই দশক পরে এই প্রকাশ্য সম্মেলনের আয়োজনকে কেন্দ্র করে কোটালীপাড়ার বিএনপিতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। নেতা-কর্মীদের মুখে মুখে এখন একটাই কথা—এটি হবে কোটালীপাড়ায় বিএনপির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে...

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজারে পৌঁছাল

ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬২ হাজারে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে...

Related Articles

কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ, হাসপাতালে ডা. দীপু মনি

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম শীর্ষ...

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি থেকে বহিষ্কার মাহিন সরকার

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...

ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ...